সৈয়দ জয়নাল আবেদিন ছিলেন সমাজের একজন নক্ষত্র 

সৈয়দ জয়নাল আবেদিন ছিলেন সমাজের একজন নক্ষত্র 


রয়েল ভিউ ডেস্ক : মৌলভীবাজারের বিশিষ্ট আইনজীবী, লেখক, গবেষক ও ইতিহাসবিদ সৈয়দ জয়নাল আবেদীনের মৃত্যুতে মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে গত ২৯ এপ্রিল এক স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

সভায় বক্তারা বলেন, সৈয়দ জয়নাল আবেদিন ছিলেন সমাজের একজন নক্ষত্র। তিনি ছিলেন মুক্তিযুদ্ধের সংগঠক, ইতিহাসবিদ, দক্ষ আইনজীবী ও সমাজ সংস্কারক। সিলেট বিভাগ আন্দোলন, মৌলভীবাজার জেলা বাস্তবায়ন আন্দোলনসহ প্রতিটি কর্মকান্ডে মরহুমের ভূমিকা অম্লান হয়ে থাকবে। 
সৈয়দ জয়নাল আবেদীন স্মৃতি সংসদ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাংবাদিক ডা. ছাদিক আহমদ। সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ ইশতিয়াক জাকেরীনের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মিসেস জোহরা আলাউদ্দিন এমপি।  বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌর সভার মেয়র ফজলুর রহমান ও জেলা বারের সভাপতি এডভোকেট রমা কান্ত দাস। সভায় মরহুম সৈয়দ

জয়নাল আবেদীনের জীবন ও কর্ম নিয়ে অন্যদের মধ্যে আলোচনা করেন-সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন, এডভোকেট শান্তিপদ ঘোষ, সাংবাদিক সরওয়ার আহমদ, ব্যাংকার ড. মোহাম্মদ আবু তাহের, বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক সৈয়দ মোশাহিদ আহমদ, সাংবাদিক সৈয়দ রুহুল আমিন, সাংবাদিক বকশী ইকবাল আহমদ, সাংবাদিক মুনজের আহমদ চৌধুরী, অধ্যক্ষ মাওলানা শামসুল ইসলাম, সাংবাদিক খালেদ চৌধুরী, প্রবাসী রাজনীতিবিদ ফয়সল হোসেইন চৌধুরী, প্রবাসী কমিউনিটি নেতা শামীম আহমদ, শিশু একাডেমির কর্মকর্তা জসিম উদ্দিন ,সাংবাদিক মেরাজ আহমদ চৌধুরী, বিশিষ্ট সমাজসেবী মুহিবুর রহমান মুহিব, বিশিষ্ট ব্যবসায়ী হাজী মানিক মিয়া প্রমুখ । সভায় স্বাগত বক্তব্য রাখেন লন্ডন থেকে আগত মরহুমের ছোট ভাই সাংবাদিক ও সমাজসেবক কে এম আবুতাহের চৌধুরী। অনুষ্ঠানে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন দারুল উলুম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শামসুজ্জোহা।