ধর্মপাশায় বোরো ধানের  বাম্পার ফলনে খুশী চাষিরা

ধর্মপাশায় বোরো ধানের  বাম্পার ফলনে খুশী চাষিরা

ধর্মপাশা (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা ঃ সুনামগঞ্জের ধর্মপাশা ও মধ্যনগর উপজেলায় আবহাওয়া অনুকূলে থাকায় এবার বোরো ধানের ফলন ভালো হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ দেখা না দেয়ায় গত ১২ বছরের তুলনায় ফলন ভালো হয়েছে। পাশাপাশি ধানের ভালো দাম পেয়ে চাষিরা খুব খুশী। এক সপ্তাহের মধ্যে এ দুটি উপজেলার আবাদকৃত বোরো ধান শতভাগ কর্তন শেষ হবে বলে উপজেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তর ও এলাকার কৃষকরা জানিয়েছেন।

উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ধর্মপাশা ও মধ্যনগর উপজেলায় চলতি বোরো মৌসুমে ৩১ হাজার ৮৫৩ হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছে। কৃষকদের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ ছিল ১ লাখ ৫০ হাজার ১২০ মেট্রিক টন (চাল)। প্রতি কিয়ার (৩২শতক) জমিতে ধান উৎপাদন হয়েছে- ২৩-২৬ মণ। গত সোমবার পর্যন্ত ৩১ হাজার ৮৫৩ হেক্টরের মধ্যে ২৫ হাজার ৫৬৮ হেক্টর জমির বোরো ধান কর্তন করা হয়েছে। স্থানীয় ও দেশের বিভিন্ন এলাকা থেকে আসা ধান কাটা শ্রমিক এবং সরকারিভাবে কৃষকের ভর্তুকিতে প্রাপ্ত ২২টি কম্বাইন্ড হারভেস্টার (ধান কর্তনের মেশিন) সহ মোট ১২০টি কম্বাইন হারভেস্টার দিয়ে বোরো ধান কাটার কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে। 

ধর্মপাশার কান্দাপাড়া গ্রামের কৃষক ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস জানান, এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় জমিতে ফলন ভালো হয়েছে। ধান শুকানোর সাথে সাথে গো খাদ্যে খড় শুকিয়ে রাখতে পেরেছি। তা বিগত ১২ বছরের মধ্যে এমন সুযোগ পাইনি। 

মধ্যনগর উপজেলার কামাউড়া গ্রামের কৃষক মোস্তাক আহমেদ জানান, এবার আবহাওয়া ভালো ছিল বলেই বোরো ধানের ফলন খুব ভালো হয়েছে।
উপজেলা কৃষি অফিসার মীর হাসান আল বান্না জানান, এ বছর বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। কৃষকদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। আবহাওয়া অনুকূলে থাকায় অল্প সময়ের মধ্যে ধান কাটা প্রায় শেষ হয়েছে।