সিলেটের মিরাবাজার বিরতি পাম্পে আবারও আ গু ন

সিলেটের মিরাবাজার বিরতি পাম্পে আবারও আ গু ন

অনলাইন ডেস্ক : সিলেট নগরীর মিরাবাজারের বিরতি ফিলিং স্টেশনে অগ্নিকান্ডে দগ্ধ হয়ে ৯ জনের মৃত্যুর ঘটনার রেষ কাটতে না কাটতেই আবারও সেই পাম্পে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।মাত্র সাড়ে ৮ মাস আগে এই পাম্পে অগ্নিকান্ডে ৯ জনের মর্মান্তিক প্রাণহানী হয়েছিল। 

বৃহস্পতিবার (১৬ মে) রাত ১২টা ১০ মিনিটে ফিলিং স্টেশনটিতে ফের অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে দুর্ঘটনায় কেউ আহত হয়েছে কিনা, তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত ১২টার পরে বিরতি ফিলিং স্টেশনে বিকট শব্দে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুন পাম্পে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সিলেট ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রাণান্তর চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় পাম্পে থাকা একটি এ্যাম্বুলেন্স আগুনে পুড়তে দেখা যায়।

উল্লেখ্য, গতবছরের ৫ সেপ্টেম্বর বিরতি ফিলিং স্টেশনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে পথচারী ও ফিলিং স্টেশনের ৯ জন দগ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।