সিলেট ফিটনেস ক্লাবের কার্যনির্বাহী  কমিটির অভিষেক অনুষ্ঠিত

সিলেট ফিটনেস ক্লাবের কার্যনির্বাহী  কমিটির অভিষেক অনুষ্ঠিত

সিলেট ফিটনেস ক্লাবের ২০২৩ সালের নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কম্প্লেক্সে গত শুক্রবার অনুষ্ঠিত হয়। নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভাপতি মুহাম্মদ জামাল উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামীম আহমদের সঞ্চালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্লাবের সদস্য মাওলানা মোহাম্মদ ইব্রাহীম আলী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শরীর ও মনের সুস্থতার জন্য নিয়মিত ব্যায়াম ও হাঁটা একান্ত অপরিহার্য। সিলেট ফিটনেস ক্লাবের মাধ্যমে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ খুবই উপকৃত হচ্ছে। সিলেট ফিটনেস ক্লাব শরীর চর্চা ও হাঁটার জগতে নেতৃত্ব দেবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেনÑ ক্লাবের উপদেষ্টা সিরাজ বক্স, আসক আলী, মো. আজাদ উদ্দিন, এড. সিরাজ উদ্দিন খান, জুবায়ের আহমদ জাবের, হাবিবুর রহমান হাবীব। অতিথিবৃন্দ নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. হাসান মাসুদ হিল্লোল, সহ-সভাপতি আশরাফুল হুদা, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম আয়াছ, সাংগঠনিক সম্পাদক মো. ইকবাল হোসেন বকুল, কোষাধ্যক্ষ মো. সামসুজ্জামান সুমন, প্রচার সম্পাদক মো. বিলাল উদ্দীন, শরীরচর্চা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ফয়জুল ইসলাম ফয়েজ, তথ্য ও  প্রকাশনা সম্পাদক মো. শাহ আলম, নির্বাহী সদস্য- মো. নাজমুল ইসলাম ও ইমরান আহমদ । 
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আজীবন সদস্য এম. আর. চৌধুরী, ড. তুতিউর রহমান, সচীন্দ্র অধিকারী, সাবেক প্রচার সম্পাদক মো. নুর আহমদ, নাসরিন বেগম, বিশ^জিৎ দাস, শামীম খান, শিবুল আহমদ, আব্দুল মুকিত, মোয়াজ্জেম হোসেন, শাহ আলম, সত্যজিৎ, মো. তাজ উদ্দীন, সৈয়দ জামিল, মাওলানা মোস্তাক আহমদ, ফখরুল হামীদ, আফজাল হোসেন, মিজানুর রহমান, আব্বাছ আলী, দুলাল আহমদ, চয়ন সরকার, হাফিজ আহমদ, কাওছার আহমদ, নিগার সুলতানা, হালিমা বেগম, আফছানা বেগম, স্নেহা প্রমুখ।-বিজ্ঞপ্তি