মৌলভীবাজারে মেয়র কাপ  ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

মৌলভীবাজারে মেয়র কাপ  ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

মৌলভীবাজার থেকে নিজস্ব সংবাদদাতা : মৌলভীবাজারে প্রথমবারের মতো উদ্বোধন করা হয়েছে মেয়র কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। গতকাল রোববার দুপুরে মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল।

মৌলভীবাজার পৌরসভার মেয়র মো: ফজলুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান মো: মিছবাহুর রহমান, মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোচ গোলাম ফারুক সরু। মেয়র কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের বিভিন্ন জেলা ও উপজেলার ১৬টি দল অংশ গ্রহণ করবে।