লিডিং ইউনিভার্সিটিতে বিএনসিসির  বিদায়ী ক‍্যাডেটদের সম্মাননা 

লিডিং ইউনিভার্সিটিতে বিএনসিসির  বিদায়ী ক‍্যাডেটদের সম্মাননা 

রয়েল ভিউ ডেস্ক: লিডিং ইউনিভার্সিটিতে বিদায়ী ক‍্যাডেটদের সম্মানে বিএনসিসি ‘এননুম ফেস্ট’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের গ‍্যালারি-১ এ ‘বিএনসিসি এননুম ফেস্ট-অনারিং অল হু সার্ভড" শীর্ষক অনুষ্ঠানে বিদায়ী ক‍্যাডেটদের সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়েছে। বিএনসিসি আরও সংগঠিত হোক এবং এগিয়ে যাক এ কামনা করে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা বলেন, লিডিং ইউনিভার্সিটির ক‍্যাডেটদের ঐতিহ্য রয়েছে। প্রাক্তন ক‍্যাডেটরাও এ বিশ্ববিদ্যালয় পরিবারের অংশ এবং ভবিষ্যতে তারা দেশের কল্যাণে অবদান রাখার মাধ‍্যমে লিডিং ইউনিভার্সিটির সুনাম বয়ে আনবে। বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার বনমালী ভৌমিক বলেন, অনুষ্ঠানের শৃঙ্খলা রক্ষায় এবং সুন্দরভাবে অনুষ্ঠান পরিচালনায় বিএনসিসির ভূমিকা উল্লেখযোগ্য। ক‍্যাডেটরা সবসময়ই সুশৃঙ্খল, লিডিং ইউনিভার্সিটিতে বিএনসিসি সদস্য বাড়াতে হবে এবং এতে বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা থাকবে। লিডিং ইউনিভার্সিটি বিএনসিসি প্ল‍াটুন কমান্ডার প্রভাষক দীপ্ত চন্দ্র পালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান রুমেল এমএস রহমান পীর, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মিসেস রুম্পা শারমিন এবং আর্মি স্টাফ অফিসার মো. আলিম। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন লিডিং ইউনিভার্সিটি বিএনসিসি ক‍্যাডেট মো. আবু তালহা এবং  মোকশেদা মিলি।