নগরীতে ইয়াবাসহ ৪ মাদক  কারবারী আটক 

নগরীতে ইয়াবাসহ ৪ মাদক  কারবারী আটক 

নগরীর রিকাবী বাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামের ভেতরের পূর্ব পাশ থেকে অভিযান চালিয়ে ২০পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারী আটক করেছে কতোয়ালী থানা পুলিশ।
আটককৃত মাদক কারবারী হচ্ছে- নগরীর ফাজিল চিশত এলাকার ৭/২ বাসার ভাড়াটিয়া, সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার পানাইল গ্রামের মো.মোস্তর আলী ও মোছা: শেফা বেগমের পুত্র মো.সালিম তালুকদার, নগরীর পাঠানটুলা পার্কভিউ আবাসিক এলাকার দবির মিয়ার কলোনীর বাসিন্দা মো.সাহাব উদ্দিন ও হাজেরা বেগমের পুত্র আাজিম উদ্দিন, মৌলভী বাজারের কুলাউড়া উপজেলার রবির বাজার বুধপাশা গ্রামের বাসিন্দা মৃত জাহাঙ্গীর মিয়া ও নীলু বেগমের পুত্র মো. আলম মিয়া ও  লোকন মিয়া । 

মাদক কারবারীদের গত বৃহস্পতিবার রাত ১১টা ৪৫ মিনিটের সময় পুলিশ গ্রেফতার করে। গত শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। তাদের বিরুদ্ধে কতোয়ালী থানার এস আই (নিরস্ত্র) সিদুল দাস বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নম্বর ৫৫ তারিখ ২২.০৭.২০২২খ্রি:। কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।-বিজ্ঞপ্তি