তৃনমূল নারী উদ্যোক্তা সোসাইটির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বই বিতরণ

তৃনমূল নারী উদ্যোক্তা সোসাইটির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বই বিতরণ

তৃনমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) এর আয়োজনে ও সাইটকেয়ার ক্যান্সার হাসাপাতাল ব্যাঙ্গালোর এর সার্বিক সহযোগিতায় ২৭নং ওয়ার্ড কাউন্সিলর অফিসে ফ্রি মেডিকেল ক্যাম্প ও শিক্ষার্থীদের বিনামূল্যে বই বিতরণ করা হয়। (২৫) জুলাই সোমবার দুপুর ১টায় এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

সিলেট সিটি কর্পোরেশনের ২৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. আজম খানের সভাপতিত্বে ও ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: ছয়েফ খানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের সাবেক সিভিল সার্জন ডা: আমিয়ভূষন দেব, গ্রাসরুটস এর সিইও হিমাংশু মিত্র, আব্দুল জলিল ময়না, জুয়েল আহমদ, আবুল খান, গোলজার আহমদ জগলু, শাহিন আহমদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক ফাতেমা সুলতানা, সাধারণ মেম্বার সেলিনা আক্তার, জেলা সেক্রেটারী সালমা বেগম, লাকি চৌধুরী, ২৭নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি খালেদ আহমদ, সহ-সভাপতি শহীদুল ইসলাম, শাহরিয়ার হোসেন সজীব, অনিক চন্দ্র অপূর্ব, যুগ্ম সাধারণ সম্পাদক প্রাধন দাস প্রমুখ। বিজ্ঞপ্তি