মৌলভীবাজারবাসীর সাথে মতবিনিময়

সিলেটকে স্মার্ট নগরী হিসেবে  গড়তে চাই : আনোয়ারুজ্জামান

সিলেটকে স্মার্ট নগরী হিসেবে  গড়তে চাই : আনোয়ারুজ্জামান

ডাক ডেস্ক ঃ সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর সাথে সিলেটে বসবাসরত মৌলভীবাজার জেলাবাসীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭ টায় নগরীর শহীদ সোলেমান হলে এই সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহবায়ক হাজী এম এ মতিনের সভাপতিত্বে এবং মৌলভীবাজার সমিতির সাধারণ সম্পাদক আহমদ মাহবুব ফেরদৌস, যুগ্ম সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াহিদ ও অর্থ সম্পাদক এডভোকেট সাইফুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল ও আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী, মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান, মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেন, কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রফিকুর রহমান, মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, মৌলভীবাজার সমিতি সিলেট এর সভাপতি প্রফেসর ডা. মৃগেন কুমার দাস চৌধুরী। 

এছাড়া বক্তব্য রাখেন, মৌলভীবাজার সমিতি সিলেট এর উপদেষ্টা ও সাবেক সভাপতি এডভোকেট আব্দুল খালিক, প্রফেসর ড. সৈয়দ আশরাফুর রহমান, উপদেষ্টা প্রফেসর সৈয়দ আব্দুল ওয়াদুদ, উপদেষ্টা ব্যাংকার হুমায়ুন কবির, সমিতির শিক্ষা ট্রাস্টের সদস্য প্রফেসর মহিবুল আলম, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন, সমিতির সহ সভাপতি মো. রুস্তম খান,  যুগ্ম সম্পাদক মোহাম্মদ মফিক আলী, ক্রীড়া সম্পাদক একেএম ওয়াহিদুর রব জগলু, সমাজকল্যাণ সম্পাদক বাবুল সিদ্দিকী, শিক্ষা বিষয়ক সম্পাদক মো. নুরুল ইসলাম আশুক, নির্বাহী সদস্য সৈয়দ মহসিন হোসেন, এডভোকেট সাইফুর রহমান খন্দকার রানা, জীবন সদস্য অধ্যাপক ডা. ফয়েজ উদ্দিন আহমদ, কামাল হাসান। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা কমর উদ্দিন জালালাবাদী। 

মতবিনিময় সভায় আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, সিলেটকে আমি গ্রীন ও স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলতে চাই। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে নির্দেশনা আমাকে দিয়েছেন এর আলোকে নগরবাসীর কল্যাণে কাজ করে যাবো। আমি দীর্ঘদিন প্রবাস জীবনে লোকাল সিটিতে কাজ করে যে অভিজ্ঞতা অর্জন করেছি, বিজয়ী হলে সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে মানুষের কল্যাণে কাজ করে যাবো।