সিলেট বৌদ্ধ সমিতির উপদেষ্টাদের বিবৃতি: সিলেট বৌদ্ধ সমিতির নবগঠিত কমিটির প্রতি অনাস্থা প্রকাশ

সিলেট বৌদ্ধ সমিতির উপদেষ্টাদের বিবৃতি: সিলেট বৌদ্ধ সমিতির নবগঠিত কমিটির প্রতি অনাস্থা প্রকাশ

সিলেট বৌদ্ধ সমিতির নবগঠিত কমিটিকে অবৈধ আখ্যায়িত করেছেন সিলেট বৌদ্ধ সমিতির উপদেষ্টা পরিষদ। 
উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে বরণময় চাকমা, তপন কান্তি বড়ুয়া, সাধন কুমার চাকমা, ডাঃ এস.কে বড়ুয়া, বরণ কুমার চৌধুরী এক যৌথ বিবৃতিতে জানান, সিলেট বৌদ্ধ সমিতির উপদেষ্টা পরিষদের অনুপস্থিতি এবং ২০২১-২০২২ সালের কমিটির দায়িত্বে থাকা সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ বিপুল সংখ্যক সদস্যের অনুপস্থিতিতে উপদেষ্টা মন্ডলীর অনুমোদন ছাড়া স্বঘোষিত সভাপতি ও সাধারণ সম্পাদক কর্তৃক সম্প্রতি যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে তা সম্পূর্ণ নিয়ম লংঘন করে করা হয়েছে। সম্প্রতি এ ব্যাপারে আয়োজিত সিলেট বৌদ্ধ সমিতির এক প্রতিবাদ সভায় এই কমিটিকে অবৈধ ঘোষণা করা হয়েছে। 

বিবৃতিতে তারা বলেন, সিলেট বৌদ্ধ সমিতির উপদেষ্টা পরিষদ সম্মিলিত সিদ্ধান্তের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করেন। যা সমিতির সূচনালগ্ন থেকেই চলমান হয়ে আসছে। উপদেষ্টা পরিষদের ৭ জন সদস্যের মধ্যে ৫ জন সদস্য, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদক সহ বিপুল সংখ্যক কার্যনির্বাহী পরিষদের সদস্যদের অনুপস্থিতিতে আহূত সভায় যে দু’জন উপদেষ্টা উপস্থিত ছিলেন তাদের আপত্তি সত্বেও চিরাচরিত নিয়ম লংঘন করে স্বঘোষিত ভাবে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। 
নিয়ম অনুযায়ী এই কমিটি গঠিত না হওয়ায়, সিলেট বৌদ্ধ সমাজ বিধিবহির্ভূত ভাবে নবগঠিত কমিটির বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি