সিলেটে ইউএসএআইডি’র উদ্যোগে জেন্ডার সংবেদনশীল রিপোর্টিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সিলেটে ইউএসএআইডি’র উদ্যোগে জেন্ডার সংবেদনশীল রিপোর্টিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : সিলেটের সাংবাদিকদের পেশাগত দক্ষতার লক্ষ্যে জেন্ডার সংবেদনশীল রিপোর্টিং বিষয়ক একটি কর্মশালা সম্প্রতি সিলেট নগরের জল্লারপাড়স্থ হোটেল গ্র্যান্ড প্যালেসে অনুষ্ঠিত হয়েছে।

আন্তর্জাতিক সংস্থা ইউএসএআইডি বাংলাদেশ জেন্ডার-সংবেদনশীল প্রতিবেদন তৈরি বিষয়ে শেখা ও অভিজ্ঞতা বিনিময়ের জন্যে সিলেট অঞ্চলের সাংবাদিকদের জন্য এই বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।

ইউএসএআইডির উদ্যোগে আয়োজিত দিনব্যাপী এই কর্মশালায় নারীর প্রতি সহিংসতা এবং বৃহৎ প্রেক্ষাপটে লৈঙ্গিক বিষয়ে আরো বিস্তারিত প্রতিবেদন তৈরির ক্ষেত্রে ভুক্তভোগীর পরিচয় গোপন রাখা, ভুক্তভোগীকে দোষারোপ এড়িয়ে চলা এবং এ সম্পর্কিত সংবেদনশীলতা বিষয়ে সতর্ক হওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। 
বিশেষ এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী সাংবাদিকরা জানান, ইউএসএআইডি’র এমন উদ্যোগ মাঠ পর্যায়ের সাংবাদিকদের কাজে আরও উৎসাহ বাড়াবে এবং নতুন আইডিয়া কাজে লাগাতে পারবে। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়।
বেসরকারি টেলিভিশন চ্যানেল টুয়েন্টি ফোর’র সিনিয়র রিপোর্টার শোভন আরেফের পরিচালনায় দিনব্যাপী এ কর্মশালায় প্রশিক্ষক ছিলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ম্যাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম বিভাগের সহকারী অধ্যাপক মো. মিনহাজ উদ্দিন ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি)-এর মিডিয়া অ্যান্ড ম্যাস কমিউনিকেশন বিভাগের সহকারী অধ্যাপক আফরোজা সামো।
কর্মশালা শেষে সার্টিফিকেট বিতরণ করা হয়। এসময় কর্মশালায় অংশগ্রহণকারী সাংবাদিকদের হাতে ইউএসএআইডি বাংলাদেশের সুপারভাইজরী ডেভেলপমেন্ট আউটরিচ এন্ড কমিউনিকেশন বিশেষজ্ঞ ট্রয় ব্যাকমান, ইউএসএআইডির প্রোগ্রাম অফিস পরিচালক পেইজি মিলার ও ইউএসএআইডির কমিউনিকেশন বিশেষজ্ঞ আশিক রুশদী সার্টিফিকেট তুলে দেন।
কর্মশালায় এটিএন বাংলার সিনিয়র স্টাফ রিপোর্টার শাহ মুজিবুর রহমান জকন, দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার মুকিত রাহমানী, দৈনিক সিলেটের ডাকর সিনিয়র রিপোর্টার কাউসার চৌধুরী, নিউজ টুয়েন্টি ফোরের স্টাফ রিপোর্টার সৈয়দ রাসেল আহমদ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন ও বিডি নিউজ টুয়েন্টি ফোরের স্টাফ রিপোর্টার মনজুর আহমদ, কালের কন্ঠের স্টাফ রিপোর্টার ইয়াহইয়া ফজল, এখন টেলিভিশনের স্টাফ রিপোর্টার গুলজার আহমদ, ডিবিসি টেলিভিশনের স্টাফ রিপোর্টার প্রত্যুষ তালুকদার, ডেইলি স্টারের স্টাফ রিপোর্টার দ্বোহা চৌধুরী, আরটিভির স্টাফ রিপোর্টার হোসাইন আহমদ সুজাদ, দৈনিক প্রথম আলোর সিলেট প্রতিনিধি মানাউবি সিংহ শুভ, দৈনিক আমাদের নতুন সময়ের সিলেট প্রতিনিধি সুবর্ণা হামিদ, আজকের পত্রিকার সিলেট প্রতিনিধি শাকিলা ববি, দৈনিক ইত্তেফাকের রিপোর্টার অনিতা সিনহা, জাগো নিউজের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি আশিকুর রহমান পীর অংশগ্রহণ করেন।