সারা জীবন ত্যাগের বিনিময়ে মানুষের সেবা করেছেন সুহাসিনী দাস ...নিরাজ কুমার জয়সওয়াল

সারা জীবন ত্যাগের বিনিময়ে মানুষের সেবা করেছেন সুহাসিনী দাস ...নিরাজ কুমার জয়সওয়াল

সিলেটের সহকারী ভারতীয় হাইকমিশনার নিরাজ কুমার জয়সওয়াল বলেছেন, সারা জীবন ত্যাগের বিনিময়ে মানুষের সেবা করেছেন সুহাসিনী দাস। স্বাধীনতা সংগ্রামী এই মহীয়সী নারী মানুষের আদর্শ জীবন গঠনে ও নারী জাগরণে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি গত মঙ্গলবার নগরীর চালিবন্দরস্থ উমেশচন্দ্র-নির্মলাবালা ছাত্রাবাসের অন্যতম পরিচালিকা. আজীবন সমাজসেবায় উৎসর্গীকৃত ব্যক্তিত্ব, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামের নিরলস কর্মী সুহাসিনী দাসের চতুর্দশ মৃত্যুবার্ষিকী পালন এবং “হরিদাস-বনলতা-রাকেশ স্মৃতি বৃত্তি প্রদান” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

উমেশচন্দ্র-নির্মলাবালা ছাত্রাবাস পরিচালনা কমিটির সভাপতি প্রকৌশলী মনোজবিকাশ দেব রায় এর সভাপতিত্বে ও সম্পাদক উপাধ্যক্ষ কৃষ্ণপদ সূত্রধরের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট রামকৃষ্ণ মিশন ও আশ্রমের সম্পাদক স্বামী চন্দ্রনাথানন্দজী মহারাজ, সিলেটের বিশিষ্ট শিক্ষাবিদ অবসরপ্রাপ্ত অধ্যাপক বিজিত কুমার দে, সহকারী ভারতীয় হাইকমিশনারের সহধর্মিণী নিতা জয়সওয়াল। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাজসেবী জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন, বাংলাদেশ ব্যাংকের অবঃ ডিজিএম প্রণব কুমার দেবনাথ, উত্তরা ব্যাংকের অবঃ জিএম রোটারিয়ান নিরেশ চন্দ্র দাশ, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক প্রশান্ত কুমার সাহা, সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রণক প্রফেসর অরুণ চন্দ্র পাল, ছাত্রাবাসের ছাত্রদের পক্ষে জয় পাল, ছাত্রীদের পক্ষে পলি দাশ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্রাবাসের শিক্ষার্থী দীপ্ত দাশ। অনুষ্ঠানে ১২ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে বৃত্তি প্রদান করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে সুহাসিনী দাসের জীবন ও কর্ম নিয়ে নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হয়। বিজ্ঞপ্তি