সুনামগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

সুনামগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

সুনামগঞ্জ সংবাদদাতা :
সুনামগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র’ এই স্লোগানকে সামনে রেখে শনিবার (২৯ অক্টোবর) বেলা ১১টায় সুনামগঞ্জ সদর মডেল থানা থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের ট্রাফিক পয়েন্ট হয়ে জগৎজ্যেতি পাঠাগারের সামনে এসে শেষ হয়।

র‌্যালি শেষে জগৎজ্যেতি পাঠাগার মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপার মো. এহসান শাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ।

অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. সুমন আহমেদ’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, সুনামগঞ্জ পৌর সভার মেয়র নাদের বখত, সদর উপজেলার চেয়ারম্যান খায়রুল হুদা চপল।