শেখ হাসিনার সিলেট আগমনের ৪৩ বছর উপলক্ষে আবহবিচ’র দোয়া মাহফিল 

শেখ হাসিনার সিলেট আগমনের ৪৩ বছর উপলক্ষে আবহবিচ’র দোয়া মাহফিল 

জাতির পিতার কন্যা শেখ হাসিনার সিলেট আগমনের ৪৩ বছর উপলক্ষে আমরা বঙ্গবন্ধু হত্যার বিচার চাই (আবহবিচ) এর উদ্যোগে হযরত শাজালাল (র) এর দরগাহ মসজিদ প্রাঙ্গণে গত রোববার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সিলেট জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক দেবব্রত রায় দিপনের উপস্থিতিতে বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকা-ের পর প্রায় ছয় বছর নির্বাসিত জীবন কাটিয়ে ১৯৮১ সালের ১৭ মে দেশে ফিরেন তার জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা।

১৯৮১ সালের ২৯ মে রেলযোগে সিলেট আসেন তিনি। বক্তারা বলেন, সেদিন সিলেটের আবহাওয়া খুবই খারাপ ছিল বৃষ্টি আর বৃষ্টি। তারপরও সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে বিশাল সমাবেশে শেখ হাসিনা কান্নাজড়িত কণ্ঠে বলেছিলেন" সর্বপ্রথম দেশে ফিরে আসার পর হযরত শাহজালালের মাটিতে এসেছি, আমি আমার বাবার এবং পরিবার হত্যার বিচার চাই আপনাদের কাছে"। সমাবেশে তখন গভর্নমেন্ট পাইলট স্কুলের দশম শ্রেণির ছাত্র মুকির হোসেন চৌধুরী শেখ হাসিনার হাতে মানপত্র তুলে দেন। সভায় উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল খালিক, আওয়ামী লীগ নেতা শাহ ফরিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শমশের জামাল, আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম পুতুল, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ, হাজী সাইফুল আলম, বিশিষ্ট চিকিৎসক ডা. জাকির হোসেন, সিলেট মদন মোহন কলেজের সাবেক জিএস অরুন দেবনাথ সাগর, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এনামুল মুনীর, যুবলীগ নেতা শাখায়াত হোসেন আকন্দ, মৎস্যজীবী লীগের এম এন নবী, সিলেট মিডিয়ার আহমেদ বকুল, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সিলেট মহানগর সাধারণ সম্পাদক তাহের আহমদ, ব্যবসায়ী আবুল হায়াত শাহীন, কবি আবিদ ফয়সল, ঋষিকেশ দাস প্রমুখ।-বিজ্ঞপ্তি