শিক্ষা মানুষকে ভালো  মন্দের ব্যবধান শেখায় ------------------ ড. মোহাম্মদ আব্দুর রব

শিক্ষা মানুষকে ভালো  মন্দের ব্যবধান শেখায় ------------------ ড. মোহাম্মদ আব্দুর রব

গোলাপগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : বিশিষ্ট ভূ-বিজ্ঞানী, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক ভিসি, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি ও ঢাবির ভূগোল ও পরিবেশ বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ আব্দুর রব বলেছেন, শিক্ষা মানুষকে ভালো মন্দের ব্যবধান শেখায়। মানুষের জীবনের সব কাজই এবাদতের মর্যাদা পাবে যদি তা আল্লাহ ও রাসুল(সা:) অনুসৃত পথ অনুসরণ করে করা হয়। তিনি শিক্ষার্থীদের বিবেকের ডাকে সাড়া দিয়ে প্রকৃত মানুষ হওয়ার শিক্ষা গ্রহণের আহবান জানান। 

গতকাল রোববার এহিয়া ট্রাস্টের উদ্যোগে এহিয়া আহমদ চৌধুরী স্মৃতি অষ্টাদশ জুনিয়র বৃত্তি, বীর মুক্তিযোদ্ধা শহীদ আতিক আহমদ চৌধুরী স্মৃতি ৩য় প্রাথমিক বৃত্তি, সামছুন নাহার চৌধুরী শিক্ষা বৃত্তি বিতরণ এবং এহিয়া আহমদ চৌধুরী স্মৃতি দশম শিক্ষক পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। 
ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চৌধুরী বখতিয়ার এহিয়া রেহেলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এহিয়া ট্রাস্টের ট্রাস্টি ও বৃত্তি পরিচালনা কমিটির সচিব মাহফুজ আহমদ চৌধুরী। বেলা সাড়ে ১১টায় গোলাপগঞ্জ জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষক প্রফেসর ড. খালিদুর রহমান, গোলাপগঞ্জ জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রিন্সিপাল মো: তাজুল ইসলাম, ট্রাস্টের সেক্রেটারি, আজাদ চৌধুরী একাডেমির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহেদ আহমদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ভাইস প্রিন্সিপাল, এহিয়া ট্রাস্টের ট্রাস্টি জিন্নুর আহমদ চৌধুরী, ঢাকাদক্ষিণ জামেয়া ইসলামিয়া স্কুল পরিচালনা কমিটির চেয়ারম্যান রশীদ আহমদ, এহিয়া আহমদ চৌধুরী স্মৃতি দশম শিক্ষক পদকপ্রাপ্ত, রাণাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক মোহাম্মদ আব্দুল জলিল, ট্রাস্টের ট্রাস্টি কাজী মামুনুর রশীদ, ইমদাদুল হক চৌধুরী, বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থী মালিহা বিনতে হাফিজ, তায়্যিবা চৌধুরী প্রমুখ। 
অনুষ্ঠানে ট্রাস্টের পক্ষ থেকে এহিয়া আহমদ চৌধুরী স্মৃতি জুনিয়র বৃত্তি প্রাপ্ত ২৭জন শিক্ষার্থী,বীর মুক্তিযোদ্ধা শহীদ আতিক আহমদ চৌধুরী স্মৃতি প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ১৭ জন শিক্ষার্থী এবং সামছুন নাহার চৌধুরী স্মৃতি বৃত্তি প্রাপ্ত ১৫ জন শিক্ষার্থীর মধ্যে বৃত্তি, ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়।