বিশ্বম্ভরপুরে হাওররক্ষা বাঁধ  উপজেলা কমিটির সভা

বিশ্বম্ভরপুরে হাওররক্ষা বাঁধ  উপজেলা কমিটির সভা

বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : বিশ্বম্ভরপুরে কাবিকা নীতিমালায় হাওররক্ষা বাঁধের উপজেলা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. সাদি উর রহিম জাদিদ এর সভাপতিত্বে সভায় আসন্ন বোরো ফসল রক্ষার জন্য কাবিকা নীতিমালার স্কিম নিয়ে বিস্তারিত উপস্থাপন করেন উপজেলা কমিটির সদস্যসচিব পাউবোর উপ-সহকারী প্রকৌশলী মো. মুনছুর রহমান। 
সভায় উপজেলার হাওররক্ষা বাঁধের জন্য মোট ২১টি স্কিম অনুমোদন করা হয়। তাছাড়াও পরবর্তীতে প্রয়োজন সাপেক্ষে আরো স্কিম বাড়ানো হতে পারে। 
সভায় উপস্থিত ছিলেন উপজেলা কমিটির উপদেষ্টা সদস্য ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সফর উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. তাজ্জত আলী খান, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা আক্তার রিনা, উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. ইকরামুল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান নুরে আলম সিদ্দিকী তপন, মো. সুহেল আহম্মদ, মো. ফারুক আহমদ, মো. ছবাব মিয়া, মো. মিলন মিয়া, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মণ, এমপির প্রতিনিধি মুনছুর নুর চৌধুরী, হুমায়ুন কবির মৃধা প্রমুখ।