দিরাই প্রেসক্লাবে আওয়ামী লীগের  মনোনয়ন প্রত্যাশী তানভীর  চৌধুরীর মতবিনিময়

দিরাই প্রেসক্লাবে আওয়ামী লীগের  মনোনয়ন প্রত্যাশী তানভীর  চৌধুরীর মতবিনিময়

দিরাই (সুনামগঞ্জ) থেকে সংবাদদাতা : আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত স্কোয়াড্রন লীডার ও স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফর সাবেক ডেপুটি ডিরেক্টর তানভীর চৌধুরী তুলি বলেছেন, স্বাধীনতার ৫২ বছর পরও আমাদের প্রিয় দিরাই শাল্লায় ভৌত কাঠামোর উন্নয়ন হয়নি। দিরাই-শাল্লা আসনটি আওয়ামী লীগের ঘাটি। এখানকার অনেক বড় বড় নেতা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। যাদেরকে দেশের মানুষ চিনে জানে। কিন্তু কোনো এক অজানা কারণে এই এলাকায় যথাযথ উন্নয়ন হয়নি। আমরা ইচ্ছে করলে আজও শাল্লা উপজেলায় গাড়ি চড়ে যেতে পারিনা। স্বাধীনতার ৫২ বছরের পরও আমাদের দিরাই শাল্লা নামের আগে এখনো অবহেলিত লেখা হয়। যা খুবই দুঃখজনক। এলাকার উন্নয়নের লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনার আশীর্বাদ নিয়ে আমি এসেছি। আমাকে মনোনয়ন দেয়া হলে এবং বিজয়ী হলে দিরাই-শাল্লার নামের আগের অবহেলিত শব্দটি মুছে দেব।

তিনি গত সোমবার বিকেলে দিরাই থানা পয়েন্টস্থ জালাল সিটি সেন্টারের কনফারেন্স হলে আয়োজিত দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময় কালে এ সব কথা বলেন।
এসময় দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দ ছাড়াও বীর মুক্তিযোদ্ধা মুকুল চৌধুরী, জেলা যুবলীগ নেতা নুরুল ইসলাম, ভাটিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি রুহুল আমিন তালুকদার, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান চৌধুরী সিরাজ প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে তিনি দিরাই উপজেলা সদরে পৌঁছুলে মোটর শোভাযাত্রা করে তাকে স্বাগত জানানো হয়। এরপর দিরাই উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে দীর্ঘ বৈঠক করেন তিনি।
বৈঠকে উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট সোহেল আহমেদ, দিরাই পৌরসভার সাবেক মেয়র ও দলের সাবেক যুগ্ম সাধারণ মো. মোশাররফ মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন কুমার রায়সহ আওয়ামী লীগ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।