ডিসেম্বরের মধ্যে সিলেটে আওয়ামী লীগের সব কমিটি গঠনের নির্দেশ

ডিসেম্বরের মধ্যে সিলেটে আওয়ামী লীগের সব কমিটি গঠনের নির্দেশ

রয়েল ভিউ ডেস্ক:
আগামী ডিসেম্বরের মধ্যে সব কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে। দলকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করতে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান নেতারা।

সোমবার (৮ নভেম্বর) বিকেলে সিলেট জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সম্মেলনে দলের তৃণমূল নেতাকর্মীর প্রতি এই আহ্বান জানান কেন্দ্রীয় নেতারা। নগরের রিকাবীবাজার কবি নজরুল অডিটরিয়ামে সকাল থেকে এ সম্মেলন শুরু হয়। সম্মেলনের প্রথম পর্বে তৃণমূল নেতাকর্মীরা বক্তব্য দেন।

সম্মেলনে সিলেট জেলা বিএনপি নেতা আ ফ ম কামাল হত্যা প্রসঙ্গে আওয়ামী লীগের স্থানীয় ও কেন্দ্রীয় একাধিক নেতা–কর্মী তাঁদের বক্তব্যে বলেন, অভ্যন্তরীণ কোন্দলে এই নেতাকে নিজেরাই হত্যা করেছে বিএনপি। বক্তব্যে রাতে বিএনপির মিছিল থেকে কবি নজরুল অডিটরিয়ামে আওয়ামী লীগের প্রতিনিধি সম্মেলনের তোরণ, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি ভাঙচুরের অভিযোগ করেন এবং এর নিন্দা জানান তাঁরা।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘বিএনপি–জামায়াত জোট সরকার ক্ষমতায় এসে অতীতে কী করেছে, সবই দেখছেন। সামনে তারা ক্ষমতায় আসতে পারলে বোমাবাজি, হত্যা, খুন ও জ্বালাও–পোড়াওয়ের রাজনীতি দ্বিগুণ করবে। তাই দেশকে তাদের হাত থেকে বাঁচিয়ে নিরাপদে রাখতে হলে তৃণমূল পর্যায়ে সংগঠিত হয়ে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় বসাতে হবে।’

বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘বিএনপির মহাসচিব আমাদের ১০ ডিসেম্বরে ক্ষমতা থেকে নামিয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন। আওয়ামী লীগ কি এত ঠুনকো দল যে হুমকি–ধমকিতে লেজ গুটিয়ে পালাবে। বিএনপির সব ষড়যন্ত্র ছিন্নভিন্ন করে আওয়ামী লীগ রাজপথ নিজেদের দখলে রাখবে।’

যুক্তরাষ্ট্রকে আয়নায় নিজেদের চেহারা দেখে এসে বাংলাদেশকে সবক দেওয়ার কথা উল্লেখ করে সিলেট-১ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, ‘গত তিন বছরে যুক্তরাষ্ট্র পুলিশ ৩৭৬ জনকে বিনা বিচারে মেরেছে। আর আমাদের দেশে এ সময় একজন লোককেও বিনা বিচারে মারা হয়নি।’

তিনি বলেন, ‘তিন বছরে যুক্তরাষ্ট্রে এক লাখ মানুষ নিখোঁজ হয়েছেন। এ সময়ে আমাদের দেশে নিখোঁজ হয়েছেন মাত্র তিনজন লোক।’

সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন খানের সঞ্চালনে সম্মেলনে অন্যানের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মুশফিক হোসেন চৌধুরী, আজিজুস সামাদ ও সায়েম খান, সিলেট-৫ আসনের সংসদ সদস্য হাফিজ আহমদ ও ৩ আসনের সংসদ সদস্য হাবিবর রহমান।