জেলা প্রশাসকের সাথে বাউল সমিতি ফাউন্ডেশন সিলেটের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

জেলা প্রশাসকের সাথে বাউল সমিতি ফাউন্ডেশন সিলেটের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ।

গত ৭ সেপ্টেম্বর বুধবার দুপুর ১২টায় জেলা প্রশাসক কার্যালয়ে সৌজন্য সাক্ষাতের সময় বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন সিলেটের নেতৃবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান এবং শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন সিলেটের সহ সভাপতি বাউল বাবুল সরকার, সাধারণ সম্পাদক বাউল পথিক রাজু, সহ সাধারণ সম্পাদক শাহ সিদ্দিকুর রহমান চিশতী, সাংগঠনিক সম্পাদক বাউল কাশেম সরকার, দপ্তর সম্পাদক বাউল বাউল কানাই লাল সরকার, বাউল কবি সুলতান আহমদ আজাদ, সহ সাংগঠনিক সম্পাদক বাউল দারা খান উপস্থিত ছিলেন।
বউল সমিতির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে  জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান বলেন, ভবিষ্যত প্রজন্মকে সাহিত্য চর্চায় এগিয়ে আসতে হবে। লেখাপড়ার পাশাপাশি সাহিত্য অঙ্গনে অংশগ্রহণ করতে হবে। অভিভাবকদের সেদিকে খেয়াল রাখতে হবে। সিলেট শিল্প সাহিত্যে অনেক এগিয়েছে। তিনি বলেন, বাউল ও লোক শিল্পীদের কল্যাণমূলক কাজে সংগঠনটি নিয়োজিত রয়েছে। তিনি সাংস্কৃতিক ও বিভিন্ন সামাজিক আন্দোলনের সাথে সম্পৃক্ত থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বির্নিমাণে সবাইকে কাজ করার আহবান জানান। বিজ্ঞপ্তি