শ্যামল দত্তের সাথে মতবিনিময় 

জাতীয় প্রেসক্লাবের সাথে সিলেট প্রেসক্লাবের  পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনা 

জাতীয় প্রেসক্লাবের সাথে সিলেট প্রেসক্লাবের  পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনা 

সিলেট প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত। বুধবার সন্ধ্যায় নগরীর একটি হোটেলে আয়োজিত মতবিনিময়ে দুই ক্লাবের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয় নিয়ে আলোচনা হয়। 

মতবিনিময়কালে শ্যামল দত্ত বলেন, নানা কারণে সাংবাদিকতা এখন চ্যালেঞ্জের মুখে। এ চ্যালেঞ্জ মোকাবেলায় সাংবাদিকদের প্রস্তুত থাকতে হবে। জাতীয় প্রেসক্লাবের সাথে সিলেট প্রেসক্লাবের পারস্পরিক সম্পর্ক নিবিড় করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, প্রয়োজনে ঢাকার সাংবাদিকরা সিলেট সফরকালে সিলেট প্রেসক্লাব ব্যবহার করতে পারেন। আবার সিলেটের সাংবাদিকরা ঢাকায় জাতীয় প্রেসক্লাব ব্যবহার করতে পারেন। চট্টগ্রাম প্রেসক্লাবের পক্ষ থেকে এরই মধ্যে এ ধরণের একটি প্রস্তাবনা এসেছে জানিয়ে তিনি বলেন, প্রয়োজনে সিলেট প্রেসক্লাবও অনুরুপ প্রস্তাবনা দিতে পারে। এ প্রসঙ্গে তিনি বলেন, আঞ্চলিক প্রেসক্লাব সমূহের সাথে আমরা একটি যোগসূত্র স্থাপন করতে চাই। 
সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী বলেন, জাতীয় প্রেসক্লাব অনেকটা ঢাকাকেন্দ্রিক। আঞ্চলিক সাংবাদিকরা ওই প্রেসক্লাবের সুবিধাপ্রাপ্তি থেকে অনেকটা বঞ্চিত। শ্যামল দত্তের প্রস্তাবনা স্বাগত জানিয়ে তিনি বলেন, এ উদ্যোগ আঞ্চলিক সাংবাদিকতার বিকাশে সহায়ক হবে। 

অন্যদের মধ্যে সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি আহমেদ নূর ও ইকরামুল কবির, সাবেক সহ-সভাপতি হুমায়ুন রশীদ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, ভোরের কাগজের সিলেট ব্যুরো প্রধান ফারুক আহমদ, বাসস প্রতিনিধি শোয়াইবুল ইসলাম, দৈনিক নয়া শতাব্দীর সিলেট প্রতিনিধি খালেদ আহমদ ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সিলেট বিভাগীয় প্রতিনিধি শেখ আশরাফুল আলম নাসির মতবিনিময়ে উপস্থিত ছিলেন।