এডভোকেট লুৎফুর রহমান স্মরণে দক্ষিণ সুরমা উপজেলা আ’লীগের দোয়া মাহফিল

এডভোকেট লুৎফুর রহমান স্মরণে দক্ষিণ সুরমা উপজেলা আ’লীগের দোয়া মাহফিল

দক্ষিণ সুরমা প্রতিনিধি : সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সিলেট জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, সাবেক গণপরিষদ সদস্য ও বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, বর্ষীয়ান রাজনীতিবিদ এডভোকেট মোঃ লুৎফুর রহমানের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে গত শনিবার বাদ মাগরিব কদমতলী পয়েন্ট জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

এ সময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক মতিউর রহমান মতি, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাইফুল আলম, সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাজী আতিকুর রহমান, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক সুজন উদ্দিন খান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জালাল উদ্দীন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আখতরুজ্জামান, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মিসবাহ উদ্দীন তালুকদার, শ্রম বিষয়ক সম্পাদক পংকী মিয়া, সাংগঠনিক সম্পাদক নেছার আলী, সহ দপ্তর সম্পাদক ছদরুল ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অরুণ দেবনাথ সাগর, উপজেলা আওয়ামী লীগ নেতা খিজির খান, কালাম হোসেন, আমিরুল ইসলাম ওয়েছ, নজরুল ইসলাম, আতিকুর রহমান শিপন, কয়েছ আহমদ, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান আনা, আতিকুর রহমান, মুমিন হোসেন, সিরাজুল ইসলাম, ইছবর আলী, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আব্বাস আলী, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আশিক আলী, যুবলীগ নেতা লোকমান আহমদ, আহসান হাবিব জাবেদ, বেলায়েত হোসেন, ছালেক আহমদ প্রমুখ।
পরে মরহুমের রূহের মাগফেরাত, দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন কদমতলী পয়েন্ট জামে মসজিদের ইমাম মাওলানা শামসুল ইসলাম।